ABOUT
PROJECT
ONISSHESH
ক্ষুধার অসহনীয় জ্বালায় যখন ভুগছে হাজারো মানুষ, আমরা ইচ্ছে করলেই কি পারিনা তাদের সাহায্যে এগিয়ে আসতে? আসুন সকলে একত্রিত হয়ে আজ খেঁটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াই। কেননা “সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই”। আমরা পৌছাতে চাই সেই মানুষগুলোর কাছে যারা প্রতিদিন ক্ষুধার তাড়নায় ভুগছে। তাদের কষ্ট লাঘব করতে চাই আমরা, বোঝাতে চাই এই কঠিন সময়ে তারা একা নেই, তাদের পাশে আছি আমরা। আপনিও পারেন আমাদের এই প্রচেষ্টায় সাহায্যের হাত বারিয়ে দিতে।
Team Members
Taka Raised
Past Events
Events